বিতর্কের বান ছুঁলো না তাকে

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

কঙ্গনা রনৌত

কঙ্গনা রনৌত

পুরুষশাসিত ফিল্ম ইন্ডাস্ট্রিতে লড়াই করেই দাঁড়াতে হচ্ছে তাকে। ক’দিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবিটি।

তিনি নিজেও একবার বলেছিলেন, ‘লোকে মুখিয়ে থাকে আমার ব্যর্থতা দেখার জন্য।’ সেই চাপ নিয়েই এগিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত।

বিজ্ঞাপন

বক্স অফিসে বাজিমাত করেছে তার অভিনীত ছবিটি। মাত্র পাঁচ দিনে ছবিটি আয় করে নিয়েছে ৪৭ কোটি ৬৫ লাখ রুপি। প্রথম সপ্তাহে ছবিটি ৬০ কোটি রুপি আয় করে নিবে বলে আশা করছেন বাণিজ্য গবেষক তরণ আদর্শ।

গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ৫০টি দেশে মুক্তি দেওয়া হয়েছে কঙ্গনার অভিনীত ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবিটি। এতে কঙ্গনার পাশাপাশি আরও দেখা গেছে অঙ্কিতা লোখাণ্ডে, বিচার্ড কিপ ও যিশু সেনগুপ্তকে।

বিজ্ঞাপন