তামিল ছবিতে বিদ্যা
অমিতাভ বচ্চন ও তাপসি পান্নু অভিনীত ‘পিঙ্ক’ ছবিটির কথা মনে আছে নিশ্চয়ই। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসায় করেছিলো। সেই সফলতার পর এবার ছবিটির তামিল সংস্করণ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক বনি কপূর। তবে এখনও ঠিক করা হয়নি নতুন ছবিটির নাম।
‘পিঙ্ক’র তামিল সংস্করণে দেখা যাবে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে। তার বিপরীতে থাকবেন অভিনেতা অজিত কুমার।
বিষয়টি নিশ্চিত করে বনি কপূর বলেন, তামিলের দর্শকদের সঙ্গে বিদ্যাকে পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দ লাগছে। একটি বিশেষ চরিত্রে অজিতের সঙ্গে জুটি বেধে কাজ করবেন তিনি। তাদের সঙ্গে থাকবেন শ্রদ্ধা শ্রীনাথ ও রঙ্গরাজ পাণ্ডেও।
জানা গেছে- প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর ইচ্ছে ছিলো তার স্বামী বনি কপূর অজিত কুমারকে নিয়ে একটি কাজ করুক। আর নতুন ছবিটির মধ্য দিয়ে স্ত্রীর সেই ইচ্ছে পূরণ করলেন বনি। সব ঠিক থাকলে আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পিঙ্ক’র তামিল সংস্করণ।
এবার প্রথম নয়, এর আগে এনটিআর পরিচালিত ‘কাথানায়াকুডু’তে অভিনয়ের মধ্য দিয়ে তামিল ছবিতে অভিষেক হয়েছিলো বিদ্যা বালানের।