আত্মবিশ্বাসী ঋষি কপূর
গত কয়েকমাস ধরে মার্কিন মুলুকে চিকিৎসাধীন রয়েছেন ঋষি কপূর। তবে ঠিক কী হয়েছে বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার? ইরফান খান, সোনালি বেন্দ্রে, নাফিসা আলির পর এবার ঋষি কপূরের শরীরেও কী থাবা বসিয়েছে মরণব্যাধি ক্যান্সার? তা নিয়ে চলছিলো কানাঘুষা।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নতুন বছর উদযাপনের একটি ছবি শেয়ার করে নীতু কপূর লিখেছিলেন, ‘কোনও রেজোলিউশন নেই এই বছরে। আমি চাই দূষণের মাত্রা কম হোক। আশা করি পরবর্তী সময়ে ক্যান্সার শুধুমাত্র রাশির চিহ্ন হিসেবেই থাকুক। হিংসা নয়, দারিদ্র্য নয়। থাকুক প্রচুর ভালোবাসা আর খুশি। সঙ্গে জরুরি সুস্বাস্থ্য৷’
সম্প্রতি এক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন ঋষি কপূর। যেখানে নিজের অসুস্থতা নিয়ে আলোচনা করে তিনি বলেন, “আমার চিকিৎসা চলছে। আশা করছি, ঈশ্বর চাইলে আমি এপ্রিলের মধ্যে দেশে ফিরবো।”