পাকিস্তান হাই কমিশনার ইডেনে

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কলকাতার ইডেন দর্শনে গিয়েছিলেন ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সোহেল মহম্মদ।

তার আগমন উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) কলকাতায় ইডেনে দুপুরে হঠাৎ হইচই পড়ে ‍যায়। পাকিস্তান হাই কমিশনার সোহেল মহম্মদের আগমনে সেখানে পুলিশ ও ডগ স্কোয়াড এসে হাজির। জানা যায়, পাকিস্তান হাইকমিশনের আগমনের বিষয় সিএবি কর্মকর্তারাও জানতেন না। অনেকটা হুট করেই তার  ইডেনে প্রবেশ।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর কলকাতা এসে ইডেন বেশ ভালো লেগেছে বলে জানিয়েছেন সোহেল মহম্মদ। সেখান ক্রিকেটের পুরানো স্মৃতি মনে করে বেশি কাতর হয়ে উঠেন পাকিস্তানের এই হাই কমিশনার।