ফেনসিডিল পাচার, কলকাতায় গ্রেফতার ২ জন

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিপুল পরিমাণে ফেনসিডিল পাচারের আগে কলকাতা পুলিশের এসটিএফ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন মো.আলম ও মো.মনু। দুই জনই উত্তর প্রদেশের কুসাম্ভি জেলার কারারি গ্রামের বাসিন্দা।

সোমবার (২০ জানুয়ারি) আলম ও মনুকে আদালতে হাজির করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

এসটিএফ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে কলকাতার স্ট্র্যান্ড রোডের গোয়ালিয়র ঘাটের কাছে একটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকে থাকা ৬০ টি চটের বস্তা থেকে ১৮ হাজার পিস ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। এ সময় আলম ও মনুকে গ্রেফতার করে এসটিএফ।

এসটিএফ সূত্রে আরও জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উত্তর প্রদেশ থেকে ফেনসিডিল বোতলগুলা কলকাতায় আনা হয়েছিল বাংলাদেশে পাচারের জন্য। পরে এগুলো কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা বা নদীয়া সীমান্ত পথে বাংলাদেশে পাচার করা পরিকল্পনা ছিল।

বিজ্ঞাপন

এ চক্রের বাকি সদস্যদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলেও এসটিএফ সূত্রে জানা গেছে।