শ্রীজাতের ওপর হামলা, তীব্র নিন্দায় শঙ্খ ঘোষ, শীর্ষেন্দু মুখার্জির

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

কবি শ্রীজাত

কবি শ্রীজাত

কবি শ্রীজাত কবিতা পাঠ করতে গিয়েছিলেন আসামের শীলচর শহরে। সেখানে কিছু উগ্রহিন্দুত্ববাদী মানুষ তাকে আক্রমণ করে। তার কবিতাপাঠে বাধা দেয়। কিন্তু তিনি বাধা অতিক্রম করে ফিরে এসেছেন। সারাদেশ এ ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার জানাচ্ছে।

বিশিষ্ট লেখক শঙ্খ ঘোষ এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সাধারাণ মানুষ, যারা সত্যিকার অর্থে কবিতার পাঠক তারাও এ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

বিজ্ঞাপন

সবার চাওয়া, একজন কবিকে তার মুক্তচিন্তা, লেখতে দেওয়া এবং বলতে দেওয়া আমাদের কর্তব্য। আমরা যেনো এ অশান্তিগুলোকে প্রশ্রয় না দেই।