যে বাড়িতে শতবর্ষ আগে রচিত হয়েছিল নজরুলের 'বিদ্রোহী'

  • কনক জ্যোতি, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

যে বাড়িতে শতবর্ষ আগে রচিত হয়েছিল নজরুলের 'বিদ্রোহী'

যে বাড়িতে শতবর্ষ আগে রচিত হয়েছিল নজরুলের 'বিদ্রোহী'

কাজী নজরুল ইসলামের জাগরণীমূলক 'বিদ্রোহী' কবিতা রচনার শতবর্ষ ছিল মঙ্গলবার (২৭ ডিসেম্বর)। ইতিহাসের মাহেন্দ্রক্ষণে 'বিদ্রোহী' র রচনাস্থল মধ্য কলকাতার সেই ঐতিহাসিক বাড়ির সামনে ছায়ানট কলকাতা-এর কয়েকজন উপস্থিত হন। ছায়ানট সভাপতি শিল্পী সোমঋতা মল্লিক এ তথ্য জানিয়েছেন বার্তা২৪.কম'কে।

উল্লেখ্য, ১৯২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মধ্য কলকাতার নিউমার্কেট সংলগ্ন ৩/৪সি তালতলা লেনের একটি বাড়িতে বসে কাঠ পেন্সিলে কবিতাটি লিখেন নজরুল। কবিতা লেখার পরের দিন সকালে প্রথম পড়ে শুনিয়েছিলেন ওই বাড়িতে তার সঙ্গে বসবাসকারী বন্ধু ও সুহৃদ কমরেড মুজফফর আহমেদকে।

বিজ্ঞাপন

ছায়ানট কলকাতা সেই ঐতিহাসিক বাড়িটি সংস্কার ও সংরক্ষণের প্রয়োজনীয়তার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও আয়োজন গ্রহণ করেছে। 'বিদ্রোহী' রচনার শতবর্ষপূর্তির ইতিহাসঋদ্ধ-স্মরণীয় দিনে ছায়ানট কলকাতা বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করে।

প্রসঙ্গত, 'বিদ্রোহ' রচনার স্মৃতিধন্য বাড়িতে ঐতিহাসিক তথ্য সম্বলিত একটি ফলক স্থাপিত হয়েছে বলে জানান সোমঋতা মল্লিক।