প্রথম রাউন্ড শেষে ২৯শ’ ভোটে এগিয়ে মমতা
পশ্চিমবঙ্গে চলছে রাজ্যের তিন কেন্দ্রে ভোটের গণনা। পোস্টাল ব্যালটের গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে। খোলা হয়েছে ইভিএম। ভোটযন্ত্র খুলতেই প্রথম রাউন্ডে গণনা শেষে মমতা বন্দোপাধ্যায় এগিয়ে যায় ২৯শ’ ভোটে। ফলে পোস্টাল এবং ইভিএম মিলিয়ে ভবানীপুরে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জঙ্গিপুর-সামশেরগঞ্জেও এগিয়ে তৃণমূল প্রার্থীরা। গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।
মুর্শিদাবাদের জঙ্গিপুর, সামশেরগঞ্জে ভোট হলেও আজ গোটা দেশের নজর হাইপ্রোফাইল ভবানীপুরের নির্বাচনী ফলাফলের দিকেই। কারণ এই কেন্দ্র থেকেই ভোটে তৃণমূলের প্রার্থী হয়ে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে এই কেন্দ্রে তাঁকে জিততেই হবে। প্রচারেও বারবার এই কথা বলে ভোটারদের ভোটদানের জন্য আহ্বান জানিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো।
ভবানীপুর থেকে দলনেত্রীর ভোটে জয় ব্যাপারে আশাবাদী তৃণমূল। তবে তৃণমূলের চ্যালেঞ্জ এই উপনির্বাচনে মমতার জয়ের ব্যবধান বৃদ্ধি। ভবানীপুর থেকে ৫০ হাজারের বেশি ভোটে তৃণমূল প্রার্থী জয় পাবেন বলেই মনে করছে রাজ্যের শাসক দল।