পশ্চিমবঙ্গে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ১৩৪, শনাক্তেও রেকর্ড

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে গতকাল মঙ্গলবার (১১ মে) এক দিনে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে।

বুধবার (১২ মে) আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গে গতকাল ২০ হাজার ১৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই রাজ্যে আগে কখনো এক দিনে এত রোগী শনাক্ত হয়নি।

রাজ্যটি গতকাল এক দিনে ১৩৪ জন করোনায় মারা গেছেন। পশ্চিমবঙ্গে আগে কখনো এক দিনে এত রোগী মারা যাননি।

বিজ্ঞাপন

সবশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩২ হাজার ৭৪০। মোট প্রাণহানি ১২ হাজার ৫৯৩ জনের।

এদিকে করোনার সংক্রমণ রুখতে টিকাকরণ এবং কোভিড টেস্টের ওপরে জোর দিয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসন। রাজ্যটির স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৪ হাজার ১৭ জনকে টিকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে কোভিড টেস্ট হয়েছে ৬৮ হাজার ১৪২টি। দৈনিক সংক্রমণের হার আগের থেকে সামান্য কমে দাঁড়িয়েছে ২৮.৫৪ শতাংশে।