সিলেট দরগাহ মসজিদের জামাতে বিধিনিষেধ আরোপ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

হজরত শাহজালাল (রহ.) দরগাহ, সিলেট, ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল (রহ.) দরগাহ, সিলেট, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সিলেটের হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জামাতে নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করেছে মাজার কর্তৃপক্ষ। এখন থেকে শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে শুধু ফরজ নামাজ আদায় করবেন মুসল্লিরা। আর সুন্নত আদায় করতে হবে নিজ বাসায়। নতুন নির্দেশনা অনুযায়ী নামাজের নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে আজান হবে এবং মসজিদ খোলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে দরগাহ হজরত শাহজালাল (রহ.) মসজিদের প্রধান পরিচালক (হিসাব শাখা) মুফতি মোহাম্মদ কায়েস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা দরগাহ হজরত শাহজালাল (রহ.) মসজিদে আগত মুসল্লিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে মসজিদে প্রতি ওয়াক্তের জামাতের নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বে আজান হবে এবং মসজিদ খোলে দেওয়া হবে। জামাত শেষে মসজিদ বন্ধ করে দেওয়া হবে। মুসল্লিরা সকল সুন্নত নামাজ নিজ নিজ বাসায় পড়বেন। শুধু ফজর এবং জুমার আজান জামাতের ২০ মিনিট পূর্বে হবে।’