হালাল সনদের বিষয়ে খোঁজ নিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ধর্ম উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন, ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন, ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিস কক্ষে সাক্ষাতে তারা দুই দেশের  স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার হাইকমিশনার বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ইমামদের ইতিবাচক ভূমিকা রাখতে অনুরোধ জানান। এছাড়া তিনি হালাল সনদের কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।

ধর্ম উপদেষ্টা বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। বাংলাদেশের অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে অস্ট্রেলিয়া সহায়তা করে আসছে। বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। আগামীদিনে দুই দেশের এই সম্পর্ক আরও অটুট ও ঘনিষ্ঠ হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তিনি বাংলাদেশের উন্নয়নে অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তা কামনা করেন।

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ধর্ম মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রমগুলো তুলে ধরেন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত শারদীয় দুর্গা পূজায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও হাইকমিশনারকে অবগত করান।

বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের  অতিরিক্ত সচিব মোঃ নায়েব আলী মন্ডল, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (উন্নয়ন) সৈয়দ সাজ্জাদ হায়দার, ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) মিজ লারা এডামস ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।