হজ টিকিটে আবগারি শুল্ক দিতে হবে না

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় রাজস্ব বোর্ড অফিস, ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড অফিস, ছবি: সংগৃহীত

আগামী বছরের হজযাত্রীদের উড়োজাহাজ টিকিটের ওপর থেকে আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে যাত্রীর এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি এর ওপর থেকে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়েছে।

২০২৫ হজপালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী যাত্রীদের জন্য এ সুযোগ দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এক বিশেষ আদেশে এ জারি করেছে।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়, হজের ব্যয়ের একটি বড় অংশ উড়োজাহাজ ভাড়া। টিকিটের ওপর প্রযোজ্য শুল্ক ও ফি ও মূসক হ্রাস বা অব্যাহতি দেওয়ায় হজপালন সাশ্রয়ী হবে।

এসব পদক্ষেপে হজযাত্রীদের কত টাকা সাশ্রয় হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে অবশ্য কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপের ফলে হজযাত্রীদের ৫-৬ হাজার টাকা সাশ্রয় হতে পারে।

বিজ্ঞাপন

বর্তমানে সৌদি আরবগামী উড়োজাহাজ টিকিটের ওপর যাওয়া-আসায় মিলিয়ে চার হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। এর আগেও বিভিন্ন সময়ে সরকার হজযাত্রীদের উড়োজাহাজের টিকিটে শুল্ক অব্যাহতি দিয়েছে।

সাধারণত এয়ারলাইনসের টিকিট বিক্রির সময়ই যাত্রীদের ভ্রমণ কর বা আবগারি শুল্ক সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিয়ে দেওয়া হয়।

এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি খুব একটা বেশি থাকে না।

বর্তমানে সার্কভুক্ত দেশের উড়োজাহাজ টিকিটের ওপর ২ হাজার টাকা, সার্কভুক্ত দেশের বাইরে অন্য দেশের টিকিটের ওপর ৪ হাজার টাকা এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও তাইওয়ানের টিকিটে ৬ হাজার টাকা শুল্ক দিতে হয়।

এর আগে গত ৩০ অক্টোব আগামী বছরের হজযাত্রীদের জন্য আলাদা দু’টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে, সাধারণ প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের দিতে হবে সর্বনিম্ন ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। প্যাকেজের বাইরে খাবার ও কোরবানিসহ অন্যান্য খরচের টাকা নিতে হবে।

অন্যদিকে বুধবার (৬ নভেম্বর) খাবার খরচ যুক্ত করে বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সির মালিকরা। সাধারণ হজ প্যাকেজে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা এবং বিশেষ হজ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার টাকা।