৭ বছর বয়সে ৬ মাসে কোরআনের হাফেজ

  • বেলায়েত হুসাইন, অতিথি লেখক, ইসলাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাত্র ছয় মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে বিস্ময় সৃষ্টি করেছে সাত বছরের এক এতিম শিশু।

শিশুটির নাম মাহদী হাসান ওয়াছকুরুনী। তার বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার উত্তর কায়দা গ্রামে। বাবার নাম হাবিব মিয়া।

বিজ্ঞাপন

নকলা বাসস্ট্যান্ড সংলগ্ন নকলা দারুল উলুম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মাহদী হাসান। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।

মাহদী হাসানের দুলাভাই মাওলানা আব্দুল আলীম রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মাহদী হাসান ওয়াছকুরুনী দুই বছর বয়সে বাবাকে হারায়। সে বেশ মেধাবী। এজন্য মাহদীর বাবার ইন্তেকালের পর নকলা দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ (তারা আলম) তার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেন।

মাওলানা আব্দুল আলীম বলেন, মাহদী হাসান ওয়াছকুরুনীর এমন সাফল্যে আমরা গর্বিত। দেশবাসীর কাছে তার জন্য বিশেষভাবে দোয়া চাই, যেন মহান আল্লাহ তাকে তার খাদেম হিসেবে কবুল করেন। একইসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি তার ওস্তাদ হাফেজ মাওলানা শফিকুল ইসলামের প্রতিও। তার ঐকান্তিক সহযোগিতায় মাহদী এত অল্প বয়সেই এই কীর্তি গড়তে সমর্থ হয়েছে।