নামাজের জন্য মসজিদে নববি উন্মুক্ত

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মসজিদে নববিতে নামাজ আদায় করছেন মুসল্লিরা

মসজিদে নববিতে নামাজ আদায় করছেন মুসল্লিরা

এখন থেকে মদিনা মোনাওয়ারার মসজিদে নববি সবসময় খোলা থাকবে। যেকোনো সময় সেখানে নামাজ আদায় করা যাবে। করোনার প্রতিষেধক টিকার দুই ডোজ নেওয়া থাকলে আগের মতো আর অ্যাপের মাধ্যমে অনুমোদন নিয়ে নির্ধারিত সময়ে যেতে হবে না। করোনা সংক্রান্ত বিধি-নিষেধ শিথিলের পর এবার এ মসজিদ উন্মুক্ত থাকছে।

করোনা মহামারির কারণে এতদিন মদিনার এই মসজিদটিতে নামাজ আদায়, ইবাদত-বন্দেগি ও সফর দেশ-বিদেশের মুসল্লিদের জন্য সীমিত ছিল।

বিজ্ঞাপন

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে মসজিদে নববি সফরের জন্য বিদেশিদের আর পূর্বানুমতির প্রয়োজন হবে না। এখন থেকে মসজিদে নববি সবার জন্য উন্মুক্ত। যেকোনো মুসলমান এখানে, যেকোনো সময় প্রবেশ করে ইবাদত-বন্দেগি করতে পারবেন।

সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদি আরবের সংবাদপত্র ওকাজের প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদে নববি সফরকারীদের এখন থেকে ইতামারনা অ্যাপে আবেদন করতে হবে না। তবে সফরকারী টিকার দুই ডোজ গ্রহণ করেছেন এবং টিকা নেওয়ার পর ১৪ দিন পার করেছেন সেটি প্রমাণে তাওয়াক্কালনা অ্যাপে আবেদন করতে হবে।

মসজিদে নববিতে নামাজ আদায়ের ক্ষেত্রে বিধি-নিষেধ না থাকলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরিফ জিয়ারত ও সেখানে নামাজ আদায়ের ক্ষেত্রে আগের মতো অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে।