দক্ষিণ কোরিয়ায় এক দিনে করোনার রেকর্ড সংক্রমণ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় এক দিনেই ১১৩ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে মার্চ মাস থেকে এ পর্যন্ত এক দিনে এটি সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

শনিবার (২৫ জুলাই) দেশটির কর্তৃপক্ষ সতর্ক করে বলেছেন যে এই রোগ বহনকারীরা বিদেশ থেকে দেশে প্রবেশের কারণে ঊর্ধ্বমুখী হচ্ছে । খবর বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) জানিয়েছে, সংক্রমণের তিন-চতুর্থাংশের বেশি বাইরে থেকে সংক্রমিত।

কেসিডিসির নির্বাহী পরিচালক কেউন জুন-উক এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা প্রতিদিনই মনে করি কোভিড-১৯ মহামারি এখনো শীর্ষ পর্যায়ে পৌঁছায়নি। দক্ষিণ কোরিয়ায় মোট করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ১৪ হাজার ৯২ জন এবং মৃতের সংখ্যা ২৯৮ জন। ৩১ মার্চ থেকে এখন পর্যন্ত শনিবারই (২৫ জুলাই) সংক্রমণের সংখ্যা সর্বোচ্চ।

মোট সংক্রমণের প্রায় ১৬ শতাংশ বাইরে থেকে এসেছে যার ৭০ শতাংশ কোরিয়ান নাগরিক।

শুক্রবার (২৪ জুলাই) ইরাক থেকে ২৯৩ জন শ্রমিক নিয়ে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দুইটি বিমান এসেছে পৌঁছেছে। সেখানে সংক্রমণের অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) কেউন জানান, এদের মধ্যে ৭১ জন করোনায় আক্রান্ত এবং আরও ১১ জনকে পুনরায় পরীক্ষা করা হচ্ছে।

তিনি আরও জানান, রাশিয়ার একটি জাহাজের বেশ কিছু ক্রু মেম্বারও করোনা পজিটিভ।