এবার মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিলো চীন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংডুতে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (২৪ জুলাই) বেইজিং এই নির্দেশ দেয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের পাল্টা জবাব হিসেবেই বেইজিং এই নির্দেশ দিলো।

বিজ্ঞাপন

সম্প্রতি বেশ কয়েকটি ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। ‘আমেরিকান ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সুরক্ষিত রাখার স্বার্থে’ শুক্রবারের (২৪ জুলাই) মধ্যে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপকে ‘রাজনৈতিক উসকানি’ উল্লেখ করে চীন প্রতিশোধের হুমকি দিয়েছিল। এরপরই চেংডুতে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়া হলো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ি করেছে চীন।

এতে আরো বলা হয়েছে, নতুন এই নির্দেশনা যুক্তরাষ্ট্রের অযাচিত পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় ও বৈধ প্রতিক্রিয়া।

১৯৮৫ চেংডুতে প্রতিষ্ঠিত হওয়া মার্কিন কনস্যুলেটটিতে দুই শতাধিক মানুষ কাজ করে।