নেপালে ভূমিধসে ৪০ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিম নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে এবং গৃহহীন হয়েছে কয়েক হাজার মানুষ। শনিবার (১১ জুলাই) দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের জেলা মিয়াগদিতে ২০ জনের মৃত্যু হয়েছে ও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানান জেলা প্রশাসক জ্ঞান নাথ ধকাল। শুক্রবার (১০ জুলাই) বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ধকাল বলেন, মিয়াগদিতে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা কাজ করছে। হেলিকপ্টারের সাহায্যে ৫০ জনকে নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে এবং ভূমিধসে আহত ১১ জনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পর্যটন শহর পোখরার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পার্শ্ববর্তী জেলা কাসকিতে ৭ জন মারা গেছেন। পশ্চিমের জাজারকোট জেলায় আরও সাত জনের
মৃত্যু হয়েছে । ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কিশোর শ্রেষ্ঠ জানান, আমরা এখনো নিখোঁজ ৮ জনের তল্লাশি চালাচ্ছি।

উত্তর-পশ্চিমে অবস্থিত পোখারা নগরের মাঝামাঝি গুলমি, লামজুং এবং সিন্ধুপালচৌকে মারা গেছে ৬ জন।

পুলিশ জানিয়েছে, ভারত সীমান্ত সংলগ্ন নেপালের দক্ষিণাঞ্চলীয় সমভূমিতে কোশি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর পানি প্রায় প্রতি বছরই ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ভয়াবহ বন্যার সৃষ্টি করে।

নেপালে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মাঝে ভূমিধস ও বন্যা হয়ে থাকে।