হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন জারির প্রস্তাবনায় চীনের অনুমোদন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের আইনসভা হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন আরোপের প্রস্তাবকে অনুমোদন দিয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

একে নজিরবিহীন পদক্ষেপ বলে বিশ্লেষকরা সমালোচনা করেছেন। আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলে এ আইন জারির মধ্যে দিয়ে মৌলিক রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতা হুমকিতে পড়বে।

মূলত হংকংকে নিয়ন্ত্রণে রাখতে বিতর্কিত এই জাতীয় নিরাপত্তা আইন চালুর পরিকল্পনা করেছে চীন।

এর আগে বৃহস্পতিবার চীনের প্রস্তাবিত এই জাতীয় নিরাপত্তা বিল পাস হওয়ার কথা রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়।

হংকংয়ের মানবাধিকারকর্মীরা বলছেন, জাতীয় এই নিরাপত্তা আইন চালু হলে হংকংয়ের সার্বভৌমত্ব ক্ষুন্ন হবে। এ আইন হংকংয়ে রাজনৈতিক স্বাধীনতার টুঁটি চেপে ধরতে পারে।

হংকংয়ে রাষ্ট্রদ্রোহ, বিদ্রোহ, সহিংসতা, সন্ত্রাস, বৈদেশিক হস্তক্ষেপসহ গণতন্ত্রপন্থী শক্তির উত্থান ঠেকাতে আইনটি চালু করতে চাইছে চীন।