পাকিস্তানে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ১০৭

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি প্লেন করাচি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। প্লেনে থাকা ১০৭ যাত্রীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে করাচির মেয়র ওয়াসিম আখতার।

শুক্রবার (২২ মে) পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

প্লেনটি ৯৯ যাত্রী ও আট কর্মী নিয়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে প্লেনটি করাচির এক আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যাওয়ার পর সেখানে উদ্ধারকর্মীরা পৌঁছায়। এ ঘটনায় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এয়ারবাস এ-৩২০ জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় দুর্ঘটনার আগে দু'বার তিনবার নামার চেষ্টা করেছিল।

পাকিস্তান এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল সাত্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, করাচি বিমানবন্দরের কাছে প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে কতোজন যাত্রী ছিলো তা নিশ্চিত করার চেষ্টা করছি তবে প্রাথমিকভাবে ৯৯ যাত্রী ও আট কর্মী থাকার কথা জানা গেছে।

করোনাভাইরাস লকডাউনের পর বাণিজ্যিক ফ্লাইট চালুর অনুমতি দেওয়ার কয়েক দিনের মধ্যে করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো।