করোনায় আক্রান্ত পুতিনের মুখপাত্র

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের করোনা পরীক্ষার ফল পজেটিভি এসেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রাশিয়ার বিভিন্ন বার্তা সংস্থা মঙ্গলবার (১২ মে) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পেসকভ প্রায় একমাস আগে সামনাসামনি পুতিনের সাথে দেখা করেছেন।

প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন থেকে সংবাদ সংস্থা তাসকে জানানো হয়েছে, পুতিনের স্বাস্থ্য কঠোরভাবে সুরক্ষিত এবং তিনি রাশিয়ার সবচেয়ে ভালো চিকিৎসা সেবা পাবেন।

পুতিন তার নিজ বাসভবন থেকে কাজ করছেন এবং ভিডিও কনফারেন্সে অধিকাংশ মিটিং সারছেন।

তবে মঙ্গলবার দেশটির বৃহৎ তেল কোম্পানি রসনেফটের প্রধান ইগোর সেকিনের সঙ্গে সাক্ষাতে বৈ করেছেন পুতিন।

রাশিয়ার উচ্চপদস্থ সরকারি অথবা ক্রেমলিনের কর্মকর্তাদের মধ্যে এখন পর্যন্ত সবশেষ করোনা আক্রান্ত ব্যক্তি পেসকভ।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, সংস্কৃতি মন্ত্রী ওলগা লিউবিমোভা, নির্মাণ মন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ এবং তার একজন ডেপুটি করোনাভাইরাসে আক্রান্ত হন।

রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নতুন করে বৃদ্ধি পেলেও লকডাউন শিথিল করায় মঙ্গলবার থেকে কারখানা এবং নির্মাণ শ্রমিকরা কাজে ফিরে গেছেন।

বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম।