দুর্নীতির দায়ে ইথিওপিয়ার সাবেক মন্ত্রীর ৬ বছরের জেল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইথিওপিয়ার সাবেক যোগাযোগ মন্ত্রী বেরেকেট সাইমন

ইথিওপিয়ার সাবেক যোগাযোগ মন্ত্রী বেরেকেট সাইমন

দুর্নীতির দায়ে ইথিওপিয়ার সাবেক যোগাযোগ মন্ত্রী বেরেকেট সাইমনের ছয় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত।

শুক্রবার (৮ মে) ইথিওপিয়ার একটি আদালতের বিচারক এই রায় দেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আবী আহমেদের সরকারি খাতে দুর্নীতি দমনে জোর দেওয়ার পদক্ষেপের অংশ হিসেবে এই রায় দেওয়া হয়। বেশ কয়েকজন সাবেক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নির্বাহীকেও গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

বেরেকেট সাইমন ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ইথিওপিয়ার যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে তৎকালীন রাষ্ট্রপতি মেলেস জেনাউইর ডান হাত মনে করা হতো। বেরেকেট আমহারা অঞ্চলের সরকারি বিনিয়োগ ফান্ড টিরেট করপোরেশনের সহ-প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল পর্যন্ত তিনি এর সাথে
জড়িত ছিলেন। মদ উৎপাদন, ভবন নির্মাণ, পরিবহন এবং মালামাল সরবরাহ খাতের বিভিন্ন কোম্পানির মালিক টিরেট করপোরেশন। গতবছর সরকারি খাতের অব্যবস্থাপনার সন্দেহে বেরেকেটকে গ্রেফতার করা হয়।

আদালতের মুখপাত্র তাজবাকেও তাসী জানান, দুটি আদালতে দুর্নীতি ও প্রতিষ্ঠানের অব্যবস্থাপনার অভিযোগে বেরেকেট দোষী সাব্যস্ত হয়েছেন। টিরেটের আরেকজন সাবেক বোর্ড মেম্বার তাদেসে কাসাও একই অভিযোগে সাজাপ্রাপ্ত হয়েছেন।

তবে বেরেকেটের আইনজীবী তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।