দক্ষিণ কোরিয়ায় গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুদামে আগুন নেভানোর পরের অবস্থা, ছবি: সংগৃহীত

গুদামে আগুন নেভানোর পরের অবস্থা, ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার ইচেয়ন শহরের নির্মাণাধীন একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছে অন্ততপক্ষে ৩৮ জন।

বেসমেন্টে ইনসুলেশন স্থাপনের সময় দাহ্য পদার্থের বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানাচ্ছে দেশটির সংবাদ মাধ্যম। অগ্নিকাণ্ডের প্রায় দেড় ঘন্টা পর আগুণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে খুব অল্প সময়ের মাঝে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির মাত্রাও বেশি হয়েছে।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ভুক্তভোগী সকলেই ছিলেন উক্ত স্থানের নির্মাণ শ্রমিক।

আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে পৌঁছুতে পারে। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইয়নহ্যাপের বরাত দিয়ে বিবিসি নিউজ জনাচ্ছে, অগ্নিকাণ্ডের এ ঘটনায় আহত হয়েছে ১০ জন।

দেশটির প্রধানমন্ত্রী চুং সে কিউন জরুরি অবস্থা মোকাবিলায় সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।