মুক্তির আবেদন কারাবন্দী সৌদি রাজকন্যার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এক বছরেরও বেশি সময় ধরে বন্দী থাকা সৌদি আরবের প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে মুক্তির আবেদন জানিয়েছেন।

প্রিন্সেস নিজ স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করে তার ভালো চিকিৎসার ব্যবস্থা করার কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সৌদি রাজ পরিবারের সদস্যদের এভাবে মুক্তি চাওয়ার ঘটনা বিরল।

বিজ্ঞাপন

৫৬ বছর বয়সী বাসমাহ সৌদির বাদশাহ সৌদ বিন আবদুল আজিজ আল সৌদের মেয়ে। বাসমাহ সমাজসংস্কারক হিসেবে পরিচিত। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বছরের মার্চে সুইজারল্যান্ডে চিকিৎসার জন্য যাওয়ার সময় তাকে আটক করা হয়।

নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বাসমাহ বিনতে সৌদ লিখেছেন, আপনারা হয়তো জানেন আমাকে বিনা বিচারে আল-হা কারাগারে বন্দী করে রাখা হয়েছে। বর্তমানে আমার শারীরিক অবস্থা ভেঙে পড়েছে। এতে আমার মৃত্যুও হতে পারে। আমি কোনও চিকিৎসা পাচ্ছি না এমনকি এই চিঠি কারাগার থেকে রাজদরবারে পৌঁছানোর পরও আমাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না।