ইতালিতে করোনা উপদ্রুত এলাকায় ভূমিকম্প
করোনা ভাইরাসউত্তর ইতালির করোনাভাইরাস উপদ্রুত এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে। কোলি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে এমিলিয়া-রোমাগনা অঞ্চলে ৪.৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ওই এলাকা ইতালিতে কোভিড-১৯ প্রাদুর্ভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের একটি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প সেন্টারের (ইএমএসসি) তথ্য মতে, ভূমিকম্পটি জেনোয়া শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে।
প্রত্যক্ষদর্শীরা ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন। তবে এতে এখনও পর্যন্ত আহত বা গুরুতর ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টা ৪২ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। পার্শ্ববর্তী লম্বার্ডি অঞ্চলে এবং সুইজারল্যান্ডের সীমান্তবর্তী মিলানেও কম্পন অনুভূত হয়েছে।
লম্বার্ডির পাভিয়া এলাকার এক ব্যক্তি বলেন, আমার বিছানা চার সেকেন্ড বা তার বেশি সময় ধরে কিছুটা কাঁপলো।
একই শহরে আরেকজন জানিয়েছেন তাদের ঘরে টেবিল কেঁপে ওঠে এবং ঝাড়বাতি দুলে ওঠে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইতালীয়রা ২০২০ সালকে সবচেয়ে দুর্ভাগ্যজনক বছর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিচ্ছে।
এর মধ্যে ভূমিকম্প হওয়ায় এক ইতালীয় ‘এই সব ট্র্যাজেডির জন্য প্রাপ্য আমরা এমন কী করেছি?’ বলে হতাশা প্রকাশ করে হ্যাশট্যাগ দিয়ে আর্থকুয়েক লিখে টুইট করেছেন।