করোনা মোকাবিলায় ফিলিস্তিনে অর্থ সহায়তার আহ্বান নরওয়ের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণ থেকে ফিলিস্তিনের অঞ্চলগুলোকে রক্ষার জন্য আরও অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে নরওয়ে।

শুক্রবার (৩ এপ্রিল) নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ইনে এরিকসেন সোরাইদে এ কথা বলেন।

বিজ্ঞাপন

যদিও এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণে ফিলিস্তিনে একজনের মৃত্যু হয়েছে এবং ১৬১ জন আক্রান্ত হয়েছেন। কিন্তু সেখানে মহামারি আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সোরাইদে রয়টার্সকে বলেন, ‘বিশেষ করে গাজা এবং পশ্চিম তীরে বড় ধরনের মানসিক এবং স্বাস্থ্যগত বিপর্যয় ঘটার আগেই আমাদের একসঙ্গে কাজ করতে হবে। সে কারণে আমরা বিশ্ব ব্যাংকের মাধ্যমে এবং সরাসরি ফিলিস্তিনকে সহায়তা করার জন্য দাতাদের আহ্বান জানাচ্ছি।’

নরওয়ে ফিলিস্তিনের দাতা সংস্থা অ্যাড হক লিয়াইসন কমিটির (এএইচএলসি) প্রধান।

ফিলিস্তিন প্রশাসন ধারণা করছে, তাদের মহামারি মোকাবিলায় ১২০ মিলিয়ন ডলার প্রয়োজন। কিন্তু
সোরাইদে মনে করেন এর চেয়েও বেশি অর্থের প্রয়োজন হবে এবং করোনা ঠেকাতে যে পদক্ষেপগুলো
নেওয়া হয়েছে তা ফিলিস্তিনের অর্থনীতি এবং বাজেটে বিরূপ প্রভাব ফেলবে।

পশ্চিম তীরের শরণার্থী শিবির এবং ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকা নিয়ে উদ্বেগ বেশি থাকলেও সোরাইদে জানান, করোনা ঠেকাতে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে ইতিবাচক পারস্পরিক সহযোগিতা দেখা গেছে।