মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেনের সাহায্য প্রার্থনা

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রায় চার হাজারেরও বেশি ক্রু বহনকারী মার্কিন বিমানবাহী ক্যারিয়ারের ক্যাপ্টেন তার জাহাজে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জরুরি সাহায্য চেয়েছেন।

থিওডোর রুজভেল্ট নামের এই জাহাজে বেশ কয়েকজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। জাহাজটি এখন প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ গুয়ামে নোঙর করা আছে।

বিজ্ঞাপন

পেন্টাগনের কাছে লেখা এক চিঠিতে ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার বলেন, ‘আমরা কোন যুদ্ধ করছি না। নাবিকদের মারা যাওয়ার কোনো দরকার নেই’। ক্যাপ্টেন প্রায় সকল স্ক্রুদের সঙ্গরোধে রাখার জন্য বলেন।

চিঠিতে ক্যাপ্টেন ক্রোজিয়ার আরো বলেন, অনেক বেশি সংখ্যক নাবিক একসাথে জাহাজের আবদ্ধ জায়গার মধ্যে থাকছে। তাদের মধ্যে থেকে করোনা আক্রান্তদের পৃথক করে রাখা অসম্ভব।

৩০ মার্চ পাঠানো এই চিঠিতে তিনি উল্লেখ করেন, করোনাভাইরাসের বিস্তার দ্রুত বাড়ছে। তাই তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে।

নৌবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইউএসএস থিওডোর রুজভেল্টের ক্রুদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৭৫ হাজারের বেশি এবং মারা গেছে ৩ হাজার ৪০০ জন।