লকডাউনের সুযোগ নিয়ে ভ্যান গগের পেইন্টিং চুরি

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভিনসেন্ট ভ্যান গগ ও তার চিত্রকর্ম স্প্রিং গার্ডেন

ভিনসেন্ট ভ্যান গগ ও তার চিত্রকর্ম স্প্রিং গার্ডেন

জগদ্বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম জাদুঘর থেকে চুরি হয়ে গেছে।

উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে নেদাল্যান্ডসের রাজধানী আমস্টারডামে লকডাউন চলাকালে এ কাণ্ড ঘটেছে বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

পূর্ব আমস্টারডামের সিঙ্গার লরেন মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৩০ মার্চ) ভোরের দিকে ডাচ চিত্রশিল্পী ভ্যান গগের ‘স্প্রিং গার্ডেন’ চিত্রকর্মটি চুরি হয়।

আমস্টারডামের সিঙ্গার লরেন মিউজিয়াম

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের নেওয়া বিধিনিষেধের কারণে জাদুঘরটি বর্তমানে বন্ধ রয়েছে।

ওই জাদুঘর থেকে আরও কোন চিত্রকর্ম বা অন্যান্য শিল্পকর্ম চুরি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ব্যাপারে জাদুঘরটি এখনো কোন বিবৃতি দেয়নি। তবে সোমবার স্থানীয় সময় বিকেলে সংবাদ সম্মেলন করবে সিঙ্গার লরেন জাদুঘর।

করোনা প্রাদুর্ভাবে বন্ধ করার আগে বিভিন্ন শিল্পীদের কাজ নিয়ে জাদুঘরটি ‘আত্মার আয়না’ শিরোনামে একটি প্রদর্শনীর আয়োজন করেছিল।

সিঙ্গার লরেন মিউজিয়ামে মার্কিন দম্পতি উইলিয়াম সিঙ্গার ও আন্না সিঙ্গারের শিল্পকর্মের সংগ্রহ রয়েছে, সেসব শিল্পকর্মে নিও-ইমপ্রেশনিজম, পয়েন্টিলিজম, এক্সপ্রেশনিজম ও কিউবিজমের প্রকাশ ঘটেছে।