এক সপ্তাহ পর সেল্ফ আইসোলেশন থেকে বের হয়েছেন প্রিন্স চার্লস

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রিন্স চার্লস, ছবি: সংগৃহীত

প্রিন্স চার্লস, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর সেল্ফ আইসোলেশন (আত্ম-বিচ্ছিন্ন) থেকে বের হয়েছেন ব্রিটেনের প্রিন্স চার্লস।

এর আগে কভিড-১৯ বা করোনায় আক্রান্ত হওয়ার পর তার দেহে মৃদু লক্ষণ দেখা দেয়। সাত দিন তিনি স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে সেল্ফ আইসোলেশনে ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) ক্লারেন্স হাউজ এক বিবৃতিতে জানায়, চিকিৎসকের পরামর্শে বর্তমানেসা ৭১ বছর বয়সী প্রিন্স চার্লস সেল্ফ আইসোলেশন থেকে বের হয়েছেন। এর আগে ২৫ মার্চ তার করোনা আক্রান্ত হওয়ার খবর জানায় ক্লারেন্স হাউজ।

আরো পড়ুন: প্রিন্স চার্লস করোনাভাইরাসে আক্রান্ত

এদিকে, প্রিন্স চার্লসের স্ত্রী ৭২ বছর বয়সী ক্যামিলারও (ডাচেস অব কর্নওয়াল) করোনা পরীক্ষা করা হয়েছিল, তবে তার দেহে করোনা পাওয়া যায়নি। তারপরও তিনি স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে সেল্ফ আইসোলেশনে ছিলেন। ১২ মার্চ ছেলে প্রিন্স চার্লসের সঙ্গে দ্বিতীয় রানি এলিজাবেথের দেখা হয়। এরপর প্রিন্স চার্লস করোনা আক্রান্ত হলেও রানি সুস্থ আছেন। 

প্রাসাদের এক কর্মকর্তা বলেছেন, আইসোলেশনে থাকা অবস্থায় প্রিন্স চার্লসের স্বাস্থ্য ভালো ছিল এবং তিনি সরকারের বিধিনিষেধ অনুসরণ করেছেন।

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২২৮ জন প্রাণ হারিয়েছেন।  এর মধ্যে স্কটল্যান্ডে মৃতের সংখ্যা ৪৭।