ভারতে ট্রেন আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত
করোনা ভাইরাসভারতে ট্রেনে হচ্ছে আইসোলেশন ওয়ার্ড। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতীয় রেল বিভাগ এই অভিনব ব্যবস্থা নিয়েছে।
করোনাভাইরাস সংকটে স্বাস্থ্যসেবা জোরদার করার অংশ হিসাবে ভারতীয় রেলওয়ে ১৬টি যাত্রীবাহী কোচকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত করছে। ভারতের উত্তরাঞ্চল রেলওয়ের মুখপাত্র দীপক কুমার সংবাদমাধ্যমকে বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের ওয়ার্কশপ প্রস্তুত করা হয়েছে। এখন অবধি ১৬টি কোচ ওয়ার্ড হিসাবে রূপান্তরিত করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। দুটি ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে। বাকিগুলো এক সপ্তাহের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।
তিনি আরও বলেন, এছাড়াও রোববার (২৯ মার্চ) ৭০০ লিটার স্যানিটাইজার তৈরির ক্ষমতা সম্পন্ন উত্তর রেলওয়ের ওয়ার্কশপগুলোতে কাজ শুরু হয়েছে। এখানে প্রতিদিন ৭০০ ফেস মাস্ক ও কয়েকশ অ্যাপ্রন উৎপাদন পুরোদমে চলছে।