করোনায় ইংল্যান্ডের সমস্ত বিচারকার্য বন্ধ

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইংল্যান্ড ও ওয়েলসের সব ধরণের বিচারকার্য স্থগিত করে দেওয়া হয়েছে। সোমবার (২৩ মার্চ) দেশটির প্রধান বিচারপতি এ আদেশ দেন।

এক বিবৃতিতে লন্ডনের প্রধান বিচারপতি লর্ড বুরনেট জানান, করোনার বিস্তার রোধে সরকারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আদালতের সব ধরণের কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করা হল। এ সময়ের মধ্যে নতুন করে কোনো মামলা আদালতে তোলা হবে না। এমনকি যেসব মামলার বিচারকার্য আদালতে চলমান রয়েছে তাও স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন