যাত্রীবাহী সমস্ত ফ্লাইট বাতিল করল আরব আমিরাত

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে সমস্ত ধরণের যাত্রীবাহী সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। সোমববার (২২ মার্চ) দেশটির সরকার থেকে এ ঘোষণা আসে।

আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লুউএএম'র বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

দেশটির জাতীয় ন্যাশনাল ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস ও বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ডব্লুউএএম জানায়, দুই সপ্তাহের জন্য সমস্ত ধরণের যাত্রীবাহী ফ্লাইট ও ট্রানজিট ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে কোনো যাত্রীই আরব আমিরাতের বিমানবন্দরগুলোতে নামতে পারবে না বলেও জানায় কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তটি ৪৮ ঘণ্টা পর থেকে কার্যকর হবে বলেও জানায় ডব্লুউএএম।

এর আগে দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন্স ২৫ মার্চের মধ্যে তাদের সমস্ত যাত্রীবাহী ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয়।কিন্তু পরবর্তীতে এমিরেটস এয়ায়রলাইন্স থেকে জানানো হয়, তারা গ্রাহক ও সরকারের পক্ষ থেকে একটি অনুরোধ পেয়েছে। যার প্রেক্ষিতে তারা ১৩টি রুটে প্লেন চালনা চালিয়ে যাবে।