লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের জন্য রোম সফর বাতিল করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (৮ জানুয়ারি) রাতে হোয়াইট হাউজ এ ঘোষণা দেয়। সিএনএন এর এক প্রতিবেদন এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ দাবানলের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে বুধবার বিকালে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি পুলিশ, দমকলবাহিনী ও উদ্ধারকারী দলের সঙ্গে দেখা করেন। সকল পরিস্থিতি খতিয়ে দেখে বাইডেন তার ইতালি সফর বাতিল করেছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাইডেনের রোম সফরের কথা ছিল, যেখানে হোয়াইট হাউজ আগের দিন জানিয়েছিল যে তিনি পোপ ফ্রান্সিস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ইতালির রাষ্ট্রপতি সার্জিও ম্যাটারেলার সাথে দেখা করবেন।
দেশটির জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, রোম সফরে দেশটির ফার্স্ট লেডিও যাওয়ার কথা ছিল এবং সেখানে বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইনের সাথে দেখা করবেন বলে জানা যায়। তবে লস অ্যাঞ্জেলেস এলাকা জুড়ে ভয়াবহ দাবানল পর্যবেক্ষণের পর তিনি ইতালি সফর বাতিল করেন।
লস অ্যাঞ্জেলেসে থেকে ফিরে বাইডেন বলেন, এটা অনেক দীর্ঘ পথ হতে চলেছে, এতে সময় লাগবে। কিন্তু যতক্ষণ আপনাদের প্রয়োজন, ততক্ষণ ফেডারেল সরকার এখানে থাকবে। তিনি প্রতিশ্রুতি দেন এই আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পুনর্গঠনে সহায়তা করতে যত সময় লাগে, সবকিছু করতে আমরা প্রস্তুত, যাতে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি।
গত মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে লস অ্যাঞ্জেলেসে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। দাবানল শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২,৯০০ একরেরও বেশি এলাকা পুড়ে গিয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, বুধবার রাত পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।