স্পেনে ৩০ দিনের জন্য ভ্রমণে নিষেধাজ্ঞা

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রোববার (২২ মার্চ) এক টেলিভিশন সংবাদ সম্মেলনে স্পেন থেকে স্বল্প-প্রয়োজনীয় ফ্লাইটের উপর অস্থায়ী নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেন।

এই বিধিনিষেধ ৩০ দিনের জন্য বজায় থাকবে এবং ইউরোপিয় ইউনিয়নের বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই নিষেধাজ্ঞাগুলি স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) মধ্যরাত থেকে শুরু হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় টুইটারে ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

সানচেজ বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি স্পেনের সেনাবাহিনী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ভিড়যুক্ত হাসপাতাল থেকে পর্যাপ্ত জায়গাযুক্ত স্থানে সরিয়ে তাদের চিকিত্সার জন্য সরবরাহ কেন্দ্রগুলিতে প্রেরণ করবে।