নাইজারে অভিযানে ১২০ সন্ত্রাসী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: এএফপি

ছবি: এএফপি

নাইজারের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে যৌথ অভিযানে ১২০ সন্ত্রাসী নিহত হয়েছে। ফ্রান্স এবং নাইজারের সৈন্যরা এ অভিযান পরিচালনা করে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সৈন্যরা বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে

বিজ্ঞাপন

আরব নিউজ বলছে, মালি এবং বুরকিনা ফাসো সীমান্তে তিল্লাবেরি অঞ্চলে এ অভিযানে কোনো সৈন্য মারা যায়নি। নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসসোফউ কাতম্বি অভিযানের জন্য সৈন্যদের প্রশংসা করেন।

ডিসেম্বর এবং জানুয়ারিতে সন্ত্রাসী গ্রুপগুলোর হামলায় নাইজারের ১৭৪ জন সৈন্যের মৃত্যু হয়। এরপর স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করে, দোকানপাট বন্ধ এবং মোটরবাইক চলাচল নিষিদ্ধ করে। গত দু বছর ধরে এ অঞ্চলে জরুরি অবস্থা চলছে।

২০১৫ সাল থেকে নাইজার এসব সন্ত্রাসী হামলার বিরুদ্ধে লড়ছে। দেশটির সীমান্ত অঞ্চল থেকে ৭৮ হাজার নাগরিক সরে গেছেন।