টেলিকম শিল্পে এজিআর একটি নজিরবিহীন সংকট : সুনীল মিত্তাল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এয়ারটেলের প্রতিষ্ঠাতা সুনীল ভারতী মিত্তাল

এয়ারটেলের প্রতিষ্ঠাতা সুনীল ভারতী মিত্তাল

এয়ারটেলের প্রতিষ্ঠাতা সুনীল ভারতী মিত্তাল বলেছেন, টেলিকম শিল্পে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) একটি নজিরবিহীন সংকট। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতের টেলিকম মন্ত্রী রাভি শঙ্কর প্রসাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি।

বিজ্ঞাপন

মিত্তাল সাংবাদিকদের বলেন, আদালতের আদেশ অনুযায়ী এয়ারটেল এজিআর এর বকেয়া অর্থ দ্রুত পরিশোধ করবে।

আদালতের নির্দেশ অনুযায়ী গত সপ্তাহে ভারতীয় সরকার দেশটির মোবাইল অপারেটরগুলোকে বকেয়া পরিশোধ করতে বলে।

তীব্র প্রতিযোগিতায় ভারতের মোবাইল অপারেটরগুলো ঋণের বোঝায় জর্জরিত। এর সঙ্গে বকেয়া এজিআর নতুন সঙ্কট সৃষ্টি করছে।