তামিলনাড়ুতে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৮ জনের প্রাণহানি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের তামিলনাড়ুতে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি কন্টেইনারবাহী ট্রাকের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয় কন্টেইনারবাহী একটি ট্রাক।

বিজ্ঞাপন

এতে ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাসটিতে ৫০-এর অধিক যাত্রী ছিল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, কেরালা সরকার পরিচালিত ভলভো বাসটি বেঙ্গালুরু থেকে এর্নাকুলাম যাচ্ছিছিল। মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকটির টায়ার ফেটে যায়। বাসটিকে ধাক্কা দেওয়ার আগে কন্টেইনারটি ট্রাক থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় গড়িয়ে পড়ে।

উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। অন্যদিকে ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছেন বলেও জানিয়েছে পুলিশ।