তাপস পালের মৃত্যুর জন্য কেন্দ্র সরকার দায়ী: মমতা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়/ ছবি: দ্য ওয়াল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়/ ছবি: দ্য ওয়াল

অভিনেতা এবং রাজনীতিবিদ তাপস পালের মৃত্যুর জন্য কেন্দ্রের ওপর দোষ চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রবীন্দ্র সদনে শ্রদ্ধার্ঘ্য জানাতে এসে তিনি কেন্দ্র সরকারকে অভিযুক্ত করেন বলে খবর ছেপেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

শ্রদ্ধার্ঘ্য জানাতে এসে মমতা বলেন, কেন্দ্রের ‘প্রতিহিংসামূলক রাজনীতি’-র কারণে তিনজনের মৃত্যু দেখলাম। তৃণমূলের অনেক নেতার সঙ্গে তাপস পালকে চিট ফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্ত করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকারের এ রকম প্রতিহিংসার রাজনীতি নিন্দনীয়।

আরও পড়ুন: অভিনেতা তাপস পাল আর নেই

মমতা বলেন, আইন আইনের পথে চলবে। কিন্তু দিনের পর দি‌ন নিগ্রহ, নিঃশব্দ প্রচার... এসব মানুষকে শেষ করে দিচ্ছে। আমি তাপসের দিকে তাকাতেও পারছি না। তার মৃত্যু প্রমাণ করে সংস্থাগুলো কীভাবে কোনো ব্যক্তিকে মানসিকভাবে ধ্বংস করে দিতে পারে। সে বিপর্যস্ত ছিল। তাকে অত্যাচার করা হয়েছিল। এক সময়ের এক নম্বর এ ফিল্ম তারকাকে এক বছর জেলে কাটাতে হয়েছে।

২০১৪ সালে তাপস পাল কৃষ্ণনগর কেন্দ্রের সংসদ সদস্য নির্বাচিত হন। এক শোক বার্তায় মমতা বলেন, তার প্রয়াণে অভিনয় ও রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল। প্রয়াত তাপস পালের আত্মীয়স্বজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।