মোদির বিজেপিকে ডুবিয়ে দিল্লির মসনদে কেজরিওয়াল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল/ ছবি: ইকোনোমিক টাইমস

আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল/ ছবি: ইকোনোমিক টাইমস

দিল্লির বিধানসভা নির্বাচনে বড় জয় পেতে যাচ্ছেন আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শুরু হয় ভোটগণনা। যদিও এর আগে বুথফেরত জরিপে জয়ের আভাস পান কেজরিওয়াল।

বিজ্ঞাপন

মোট ৭০টি আসনের মধ্যে কেজরিওয়ালের এএপির জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৬টি আসন। এনডিটিভির সর্বশেষ খবরে বলা হয়েছে এএপি পেয়েছে ৬৩টি (-৪) আসন, বিজেপি ৭টি (+৪); তবে কংগ্রেস কোনো আসন পায়নি।

সংখ্যাগরিষ্ঠতায় আম আদমি পার্টির কার্যালয়ে চলছে বিজয় উৎসব। সেখানে রমরমিয়ে বাজছে গান ‘লাগে রহো কেজরিওয়াল’।

গত শনিবার দিল্লির বিধানসভা নির্বাচনে মোট ভোটার ছিল ১ কোটি ৪৭ লাখ। ভোট পড়ে ৬২ দশমিক ৫৯ শতাংশ।

২০১৫ সালের নির্বাচনেও জিতেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এর আগে ২০১৩ সালের বিধানসভা নির্বাচনেও এই আসন থেকে জিতেন তিনি। এর আগে ২০০৮ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেন কংগ্রেসের শীলা দীক্ষিত।