কাশ্মীরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ বিদ্রোহী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: আলজাজিরা

ছবি: আলজাজিরা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির পুলিশ ও বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধে ৩ বিদ্রোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) নাগ্রোতা এলাকায় এ ঘটনা ঘটে।

কাশ্মীর পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

বিজ্ঞাপন

কাশ্মীর পুলিশের মুখপাত্র আল জাজিরাকে জানান, শুক্রবার ভোর ৫টার দিকে নাগ্রোতা এলাকায় একটি টোল প্লাজার নিকটে শ্রীনগরগামী একটি ট্রাককে বাধা দেওয়ার পরে বন্দুকযুদ্ধ শুরু হয়। ট্রাকটি করে বিদ্রোহীরা যাচ্ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত গোলাগুলিতে তিন বিদ্রোহী নিহত ও একজন পুলিশ সদস্যও আহত হয়েছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বুন্দুকযুদ্ধ বন্ধ হয়েছে। তবে আমরা অঞ্চলটিকে ঘিরে রেখেছি এবং তল্লাশি অভিযান চলছে।

এ বিষয়ে জম্মু পুলিশের প্রধান মুকেশ সিং জানান, সেখানে চতুর্থ সন্ত্রাসীও থাকতে পারে তা খতিয়ে দেখতে অঞ্চলটিতে তল্লাশি অভিযান চলছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নাগ্রোতার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।