পশ্চিমবঙ্গে সিএএ বিরোধী হরতালে গুলি, নিহত ২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: আনন্দবাজার পত্রিকা

ছবি: আনন্দবাজার পত্রিকা

ভারতের পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং নাগরিক পঞ্জির (এনআরসি) প্রতিবাদে স্থানীয়ভাবে ডাকা হরতালে গুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২৯ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জলঙ্গিতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিরা হলেন, সানারুল বিশ্বাস (৬০) এবং সালাউদ্দিন শেখ (১৭)।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায়, মুর্শিদাবাদের নবজাগরণ নামের একটি অরাজনৈতিক সংগঠন এই হরতালের ডাক দেয়। সকাল থেকে জলঙ্গির সাহেবনগর বাজারে বিক্ষোভ করছিলেন। এ সময় ৩-৪টি গাড়ি করে ওই বাজারে আসেন তৃণমূলের কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরা। দুপক্ষের মাঝে তর্ক বিতর্কের এক সময় সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে হরতাল সমর্থনকারীদের ওপর গুলি চালায় তৃণমূল কর্মীরা।

গুলির ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ থাকলেও গুলি চালানোর বিষয়টি অস্বীকার করছে তারা।

ঘটনার পরেই সাহেবনগরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশকে ঘিরে বিক্ষোভ করেন এলাকাবাসী। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা।