ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমন্ত্রণ জানালেও এই সফরের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে, ভারতের এনডিটিভিও তাদের এক প্রতিবেদনে ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণের বিষয়টি উল্লেখ করেছে।

এনডিটিভি তাদের প্রতিবেদনে জানায়, ট্রাম্পের অভিশংসনের তারিখ এখনো ঠিক হয়নি তাই এই সফরের সম্ভাব্য সময়সূচি এখনই বলা যাচ্ছে না।

এদিকে, সিএনএন জানিয়েছে বুধবার (১৫ জানুয়ারি) ট্রাম্পের অভিশংসনের তারিখ ঘোষণা করা হয়েছে। এদিন, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের ইমপিচমেন্ট ইস্যুতে যাবতীয় তথ্য প্রমাণ সিনেটে হস্তান্তর করবেন।
 
এর আগেও ভারত সফরে ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে রাষ্ট্রীয় জরুরি ভাষণের কারণে সেই সফর বাতিল করে ট্রাম্প প্রশাসন।

বিজ্ঞাপন