সিএএ সমর্থনে মিসড কল দিন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ছবি: সংগৃহীত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ছবি: সংগৃহীত

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে উত্তাল পুরো ভারত। আর এর মধ্যেই আইনটিকে সমর্থন করার জন্য একটি মোবাইল নম্বরে মিসড কল দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোমবার (৬ জানুয়ারি) দেশটির রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি এই নম্বরটি দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আপনাদের সবার কাছে তো মোবাইল আছে। মোবাইল গুলো বের করেন। একটি নম্বর দিচ্ছি তোলেন। যারা সিএএ সমর্থন করবেন তারা এই নম্বরে মিসড কল দিবেন। আপনারা আপনাদের পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয় সবাইকে এই নম্বরটি দিবেন। আর সমর্থনের নাম্বারগুলো এবং বার্তাগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সরাসরি পাঠানো হবে।

এসময় তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনা করে বলেন, ভোটের জন্য কংগ্রেস ও আম আদমি পার্টি এমন পরিবেশ তৈরি করছেন যে, যেখানে সবাই মোদিজির বিপক্ষে।

রাহুল গান্ধীকে উল্লেখ করে তিনি বলেন, মাইকে কথা না বলে মহল্লায় গুলোতে যান। দেখেন আপনাদের জনপ্রিয়তা।

নম্বরটিতে পরবর্তী দুই দিনের মধ্যে ৫০ লাখ মিসড কল আসবে বলে আশাব্যক্ত করেন অমিত শাহ।

এদিকে অমিত শাহের মিসড কলের এই বক্তব্য নিয়ে অনেক নেটিজেন সমালোচনা করছেন। এক নেটিজেন তার টুইটার অ্যাকাউন্টে লিখেন, নিঃসঙ্গ নারী অমিত শাহ মিসড কলের জন্য অপেক্ষা করেছেন।