জম্মু কাশ্মীরে জঙ্গিদের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অভিযান চালাচ্ছে, ছবি:বার্তা২৪.কম

অভিযান চালাচ্ছে, ছবি:বার্তা২৪.কম

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে জঙ্গিদের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) জম্মু কাশ্মীরের নওসেরা সেক্টরে তল্লাশি করার সময় এই ঘটনা ঘটে।

দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি।

বিজ্ঞাপন

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারত-পাকিস্তান সীমান্তের একটি বনাঞ্চল দিয়ে আসা কিছু পাকিস্তান জঙ্গিদের খোঁজে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনারা। এসময় সেনাদের উপস্থিতি টের পেয়ে তাদের উপর গুলি চালায় জঙ্গিরা। এতে গুলিবিদ্ধ হয়ে দুই সেনা নিহত হয়। তবে তাদের মৃত্যুর পরেও এই তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় তারা।

এ বিষয়ে জম্মুভিত্তিক ভারতীয় সেনা বাহিনীর গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ এক বিবৃতিতে বলেন, নওসেরা সেক্টরে তল্লাশি অভিযানে দুই সেনা শহীদ হয়েছে। আর অভিযানের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।