বিক্ষোভে ভাঙচুরের ঘটনায় মোদির নিন্দা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভের সময় জনসম্পত্তি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাঙচুরকারীদের নিজেদের কর্মকাণ্ড ঠাণ্ডা মাথায় ভেবে দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে অটল বিহারী বাজপেয়ী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রস্তর স্থাপন উপলক্ষে দেয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

মোদি বলেন, ‘যারা উত্তর প্রদেশে সহিংসতা ঘটাচ্ছে তাদের প্রত্যেককে আমি বলতে চাই, আপনার ঘরে বসে নিজেদেরকে জিজ্ঞেস করুন, আপনারা ভালো করছেন, না খারাপ করছেন। তারা বাস ভাঙচুর করছে, জনসম্পত্তি নষ্ট করছে। এসব জনসম্পত্তি আগামী প্রজন্মের।’

ভারতের প্রধানমন্ত্রী জানান, দেশকে নিরাপদ রাখার বিষয়টি প্রত্যেক নাগরিককে মনে রাখতে হবে। দেশকে নিরাপদ রাখার স্বার্থে সবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মেনে চলা উচিত বলে তিনি মন্তব্য করেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘আমি উত্তর প্রদেশের মানুষকে বলতে চাই, স্বাধীনতার পর থেকে আমরা আমাদের অধিকারের ওপর জোর দিয়েছি। কিন্তু এখন সময় এসেছে আমাদের দায়িত্বের ওপর জোর দেয়ার।’ এ সময় বিক্ষোভ দমনে উত্তর প্রদেশের পুলিশের ভূমিকার প্রশংসা করেন তিনি।

নাগরিকত্ব আইন নিয়ে ভারতজুড়ে বিক্ষোভের মধ্যে উত্তর প্রদেশে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। প্রদেশটিতে সহিংসতায় এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ বিক্ষোভকারীদের ওপর তাজা গুলি ছুঁড়েছে।