মোদি সরকারের কড়া সমালোচনা করলেন মমতা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি: সংগৃহীত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি: সংগৃহীত

মোদি সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতে বিভাজনমূলক শাসনের রাজত্ব চলছে।

কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে বড়দিন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘ক্রিসমাস মিট ২০১৯’-এ যোগ দিয়ে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, এ সময় মমতা বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করেন। মমতা বলেন, আমরা দেশকে বিভক্ত হতে দিতে পারি না এবং এমন শক্তির কাছে মাথা নত করতে পারি না, যা আমাদের দেশকে ধ্বংস করবে।

নাগরিকত্ব আইন পাসে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ভারতবাসী নতুন সংকটের মুখোমুখি। বিভাজন এবং শাসনের দ্বারা তৈরি নতুন একটি আইনে মৌলিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার বজায় থাকবে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই।

নাগরিকত্ব আইন পাসের পর থেকেই এর বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর বিরুদ্ধে তিনি পথসভা, মিছিলসহ নানা কর্মসূচি ঘোষণা করেন তিনি।