দিল্লিতে কাপড়ের গুদামে আগুন লেগে নিহত ৯

  • Mehedi shipon
  • |
  • Font increase
  • Font Decrease

আগুন নেভাতে কাজ করছে উদ্ধারকর্মীরা, ছবি: সংগৃহীত

আগুন নেভাতে কাজ করছে উদ্ধারকর্মীরা, ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে একটি কাপড়ের গুদামে আগুন লেগে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ১০ জন। রোববার (২২ ডিসেম্বর) উত্তর-পশ্চিম দিল্লির কিরারি এলাকায় দিবাগত রাত ১২.৩০ মিনিটে এ আগুন লাগে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাপড়ের গুদামটি একটি তিনতলা বিশিষ্ট ভবনের নিচ তলায় ছিলো। ভবনটিতে কোন প্রকার অগ্নি সরঞ্জাম ছিল না। যার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

অগ্নিদগ্ধ হওয়া আহতদের সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এবং আশেপাশের অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

প্রসঙ্গত দিল্লিতে গুদাম অথবা ফ্যাক্টরিতে আগুন লাগা নতুন নয়। এর আগে চলতি বছরের ডিসেম্বরে দিল্লির উত্তরাঞ্চলে একটি লাগেজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৩ জন নিহত হন।