ভারতে নাগরিকত্ব আইন: লখনোতে একজনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লখনোতে বিক্ষোভ

লখনোতে বিক্ষোভ

ভারতে নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে বিতর্কে লখনোতে বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিতর্কিত এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন সময় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

লখনোতে বিক্ষোভ চলাকালীন সময়ে বিক্ষোভকারীরা পুলিশ ফাঁড়ি, যানবাহন ও জেলা ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে।

উত্তর প্রদেশের পুলিশের মহাপরিচালক (ডিজি) ওপি সিং বলেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, বিক্ষোভকারীরা পুলিশ চৌকিতে অগ্নিসংযোগ করেছে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং একটি বেসরকারি টেলিভিশনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।