ভারতে আধিপত্যবাদী শাসন কায়েম করছেন মোদি: ইমরান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে পরিকল্পিতভাবে হিন্দু আধিপত্যবাদী এজেন্ডা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতের বিতর্কিত নাগরিক সংশোধনী বিল নিয়ে এক টুইট বার্তায় ইমরান এ কথা বলেন।

টুইটে ইমরান খান বলেন, 'ভারতে হিন্দু আধিপত্যবাদিত্বা শুরু হয়েছে ভারতীয় দখলকৃত জন্মু ও কাশ্মীরকে একীভূত ও অবরুদ্ধ অব্যাহত রাখার মাধ্যমে। এরপর আসামে ২০ লাখ মুসলিমের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়, তৈরি করা হয় আটক কেন্দ্র। আর এখন নাগরিকত্ব সংশোধনী আইন পাস করা হচ্ছে।'

বিজ্ঞাপন

এসবের সঙ্গে ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের গণপিটুনি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ইমরান খান।

ভারতকে বৈষম্যমূলক আধিপত্যবাদী এজেন্ডা বাস্তবায়ন থেকে রুখতে বিশ্ব সম্প্রদায়কে সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'বিশ্ব সম্প্রদায় নাৎসি বাহিনীর যে গণহত্যামূলক আচরণ করেছে তার তোষামোদি করেছিল বিশ্ব। আর এ কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়।'

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'পরমাণু শক্তিধর পাকিস্তানকেও ধ্বংসের হুমকি দিচ্ছে মোদির ভারত। তবে, দুই পরমাণু শক্তির যুদ্ধ বেঁধে গেলে রক্তের বন্যা বয়ে যাবে এবং এর প্রভাব বিশ্বে ছড়িয়ে পড়বে।'

উল্লেখ্য, চলতি সপ্তাহের সোমবার লোকসভা ও বুধবার রাজ্যসভায় পাস হয় নাগরকিত্ব বিল। যার ফলে দেশটিতে বিক্ষোভ করছে দেশটির জনগণ।