ভারতে পুলিশের গুলিতে ৬ সহকর্মী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইটিবিপি পুলিশ সদস্যদের ছবি, ছবি: সংগৃহীত

আইটিবিপি পুলিশ সদস্যদের ছবি, ছবি: সংগৃহীত

ভারতের ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) এক সদস্যের ছোঁড়া গুলিতে তার ৬ সহকর্মী নিহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) ভারতের ছত্তিশগড়ের ইন্দো-তিব্বত সীমান্তে এ ঘটনা ঘটে।

দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে নারায়ণপুর জেলার একটি আইটিবিপি ক্যাম্পে স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আইটিবিপি'র এক সদস্য এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তার ছয় সহকর্মী পুলিশ সদস্য নিহত হয়। এছাড়া এ ঘটনায় আরও দুইজন আহত হয়। এদিকে গুলি চালানো পুলিশ সদস্য নিজে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় তারা।

কী কারণে ওই পুলিশ সদস্য গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। সন্দেহ করা হচ্ছে ছুটি না পেয়ে মন খারাপ করে এ কাজ করে ওই পুলিশ সদস্য। তবে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আহত এক পুলিশ সদস্যকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য রায়পুরে আনা হচ্ছে। আর ঘটনাস্থলে পুলিশের একজন ঊর্ধ্বতন অফিসার পৌঁছেছেন বলে জানা গেছে।