পার্লামেন্টে অমনোযোগী মন্ত্রী, তিরস্কার স্পিকারের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতের লোকসভার ওম বিরলা

ভারতের লোকসভার ওম বিরলা

অধিবেশন চলাকালে মনোযোগী না হওয়ায় ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রীকে তিরস্কার করেছেন লোকসভার স্পিকার।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের সময় ভোক্তা অধিকার বিষয়ক প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল দানভে তিরস্কৃত হন।

বিজ্ঞাপন

প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে শিবসেনার সংসদ সদস্য হেমন্ত তুকারাম গডসে একটি সম্পূরক প্রশ্ন জিজ্ঞেস করেন রাওসাহেব পাতিলকে। হেমন্ত তুকারামকে আবারও প্রশ্নটি করতে বলেন তিনি।

ওই সময় স্পিকার ওম বিরলা বলেন, ‘সম্মানিত মন্ত্রী, প্রশ্নে মনোযোগ দিন| ভালোভাবে শুনুন।’

একই সঙ্গে ওই প্রশ্ন না করার জন্য তুকারাম গডসেকে নির্দেশ দেন লোকসভা স্পিকার ওম বিরলা। তিনি বলেন, ‘আমি আরেকবার সুযোগ দিচ্ছি। তবে একই প্রশ্ন জিজ্ঞেস করবেন না।’

এ সময় লোকসভায় শিবসেনার নেতা অরবিন্দ সাওয়ান্ত নিজ আসন থেকে উঠে গডসের কাছে যান। অরবিন্দ সাওয়ান্ত নিজ দলের সদস্যকে স্পিকার নির্দেশ বুঝিয়ে দেন। এরপর গডসে আরেকটি প্রশ্ন করলে ভোক্তা অধিকার বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসওয়ান দাঁড়িয়ে জবাব দেন। পাঁয়ে চোট পাওয়া রাম বিলাসের পাশেই তার প্রতিমন্ত্রীর আসন।

বারবার উঠে প্রশ্নের উত্তর দেওয়ায় স্পিকার ওম বিরলা কেন্দ্রীয় মন্ত্রীকে বসে উত্তর দেওয়ার অনুমতি দেন। স্পিকার বলেন, ‘আপনি ইচ্ছা করলে, বসে উত্তর দিতে পারেন। এ পার্লামেন্ট সেটা অনুমোদন করে। আপনার পাঁয়ে চোট রয়েছে।’

এর আগে সম্পূরক প্রশ্ন করতে চেয়ে নাম জমা দেয়া সংসদ সদস্যদের অনুপস্থিত থাকার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্পিকার।